মোঃ নিয়াজুল হক, সিলেট :
৩১.০১.২০২২ খ্রিঃ সোমবার রাতে ইমজা সিলেটের পঞ্চদশ বার্ষিক সাধারণ সভা শেষে প্রতিবারের মতোই কণ্ঠভোটে ২০২২ মেয়াদকালের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এতে নির্বাচিতরা হলেন- সভাপতি মঈন উদ্দিন মন্জু (চ্যানেল এস ইউকে), সহ-সভাপতি দিগেন সিংহ (সময় টিভি) ও ইকবাল মুন্সি (এটিএন বাংলা), সাধারণ সম্পাদক মারুফ আহমদ (এনটিভি), সহ-সাধারণ সম্পাদক এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ শফি আহমদ (নিউজ টোয়েন্টিফোর), ক্রীড়া সম্পাদক সাকিব আহমদ মিঠু (একাত্তর টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাইয়ুম উল্লাস (বাংলা টিভি),
পাঠাগার সম্পাদক এ এ চৌধুরী শিপার (মোহনা টিভি), ও তথ্য প্রযুক্তি সম্পাদক আবু বকর আল-আমিন (স্পাইস টিভি), এবং নির্বাহী সদস্য মাহবুবুর রহমান রিপন (যমুনা টেলিভিশন), সুবর্ণা হামিদ (চ্যানেল আই), ও শামীম হোসেন সামী (মোহনা টিভি)।
নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার সিলেট ক্যাবল সিস্টেমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনেদ আহমদ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমজার আজীবন সদস্য আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ইমজার সহযোগী সদস্য সংগ্রাম সিংহ এবং আজীবন সদস্য মঈনুল হক বুলবুল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান
রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজুল হক -ইমজা সিলেটের নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।