আমাদের সম্পর্কে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন একটি মানবাধিকার সংগঠন বা সংস্থা এটি জাতিসংঘ অনুমোদিত। আমাদের কাজ হচ্ছে সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থাৎ যারা নির্যাতিত নিপীড়িত বিভিন্নভাবে অধিকার বঞ্চিত সেটা যে কোন প্রকারের অধিকার লংঘন হোক না! সকল প্রকার অনাধিকার থেকে অধিকার পাইয়ে দেওয়া আমাদের কাজ। মানবাধিকার হচ্ছে মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তর যোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ মাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে-ই এ চর্চা অন্যের ক্ষতি সাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না।