নোটিশ
বিশেষ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম বিসমিল্লাহির রাহমানির রাহিম। কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের বাৎসরিক সভা অদ্য ১৬/১১/২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কার্য্যালয় – ২২৭/১, সেলিমপ্লাজা, ৪র্থ তলা, ফকিরাপুল বাজার রোড, মতিঝিল, ঢাকা – ১০০০ বাৎসরিক সভার আয়োজন করা হয় (দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বৎসর বড় পরিসরে বাৎসরিক সভার আয়োজন করা সম্ভব হয় নাই)। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি এম কেরামত আলী সাহেব। সভা সঞ্চালনা করেন মোঃ সুরুজ্জামান – সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন মীর – কো-চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি। এ এস এম হোসাইন নুরজামান – মহাসচিব কেন্দ্রীয় কমিটি। এ্যাডঃ কানিজ ফাহিমা নাসরিন – ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি। এ্যাডঃ জাফর খাঁন – যুগ্নসচিব কেন্দ্রীয় কমিটি। মোঃ ইদ্রিস – দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি। মোঃ জামাল উদ্দিন শাহ – প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। এম এম তোহা – কার্য্যকারী সদস্য কেন্দ্রীয় কমিটি। এছাড়া ও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা/থানা কমিটির চেয়ারম্যান ও সচিবগন উপস্থিত ছিলেন। উক্ত সভার আলোচ্য বিষয় (এজেন্ডা) ঃ- ১। আগামী ১০ ডিসেম্বর ২০২৩ইং ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উৎযাপনের উদ্দেশ্যে সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা/থানা ও ওয়ার্ড কমিটির সমন্বয়ে দিবসটি উৎযাপনের আলোচনা করা হয়। ২। সল্পখরচে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করিবেন। অতিরিক্ত অর্থ ব্যায় না করে আপনাদের সামর্থানুযায়ী নিজ নিজ এলাকায় গরিব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণের অনুরোধ রইলো। ৩। যে সকল কমিটি এখনো পূর্নাঙ্গ করা হয়নি, নিজ নিজ দায়িত্বে উক্ত অসমাপ্ত কমিটিগুলো আগামী ৩০ জানুয়ারী ২০২৪ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা করে কেন্দ্রীয় কার্য্যালয়ে জমা দেওয়ার অনুরোধ রইলো। ৪। অত্র সংস্থার কেন্দ্রীয় কমিটিসহ সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা/থানা ও ওয়ার্ড কমিটির যে সকল নেতাগন আপনি আপনার দায়িত্বশীল পদে থেকেও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। দায়িত্বে অবহেলার কারণে আপনি পদবঞ্চিত হওয়ার সম্ভবনা রয়েছে। কেন্দ্রীয় কমিটি আপনার কার্য্যক্রম সদা নিবিড় পর্য্যবেক্ষন করছে। পরিশেষে আপনাদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশ ও জাতির উত্তরোত্তর মঙ্গল কামনা করে সভার সভাপতি সাহেব সভা মুলতবি ঘোষনা করেন। উক্ত সভার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে উপস্থিত সকল নেতৃবৃন্দ একমত পোষণ করেন।
স্বারক

সোসাইটিজ রেজিষ্টেশন এ্যাক্ট, ১৮৬০ (১৮৬০ সালের ২১ নং আইন) ২১ নং ধারা মোতাবেক নিবন্ধনকৃত

এর সংঘ স্মারক এবং সংঘ বিধি

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন

Unity For Univers Human Right of Bangladesh Foundation

১/এই ফাউন্ডেশনের নামঃ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন।

২। ফাউন্ডেশনের রেজিষ্টার্ড কার্যালয় : ৫৯, পুরানা পল্টন, ঢাকা১০০০। কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের যে কোন স্থানে অফিস স্থানান্তর করা যাবে।

৩। কর্ম এলাকা : সমগ্র বাংলাদেশ বিশ^ব্যাপী।

৪/ এই ফাউন্ডেশনের ধরণ ও প্রকৃতিঃ– সমাজের আর্থ  সামাজিক উন্নয়নের লক্ষ্যে ও গরীব –দুঃখীদের আইনী সহায়তা ও দেশের সংবিধান পরিপন্থি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জনসাধারণকে প্রতিকারকল্পে জাতি , ধর্ম , বর্ণ, নির্বিশেষে সকল স্তরের লোকদের আইনগত সহায়তা প্রদান করা- সর্বোপরি ইংরেজি ১৯৪৮ সালের ১০ ই ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদ কর্তৃক মানবাধিকারের যে ৩০ টি সার্বজনীন ধারার ঘোষনা জারী করা হয় – তাহা বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক কার্য্ক্রম পরিচালনা করার অঙ্গীকারবদ্ধ হয়ে একটি মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠাতার ও বাস্তবায়ন করার লক্ষে নিয়োজিত একটি কল্যানমূখী , কল্যাণমূখী, অরাজনৈতিক , অলাভজনক বেসরকারী দাতব্য প্রতিষ্ঠানের জনকল্যান মূলক হিসেবে গড়েতোলা । নিম্নে বর্ণিত সকল উদ্দেশ্যবলী বাস্তবায়নের পূর্বে সরকার / সংশ্লিষ্ট কর্তৃপক্ষের / উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহনের পর কার্য্ক্রম আরম্ভ হবে। এবং এ্যাক্ট ১৮৬০ নং এর ২০ ধারার বিধানের পরিপন্থি উদ্দেশ্য/ উদ্দেশ্যাবলী অকার্যকর বলিয়া গণ্য হবে।

৫। এই ফাউন্ডেশনের লক্ষ উদ্দেশ্যঃ

). ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন সাধারণ জনগণের জন্য একটি অরাজনৈতিক, বেসরকারী, কল্যাণমূখী অলাভজনক স্বেচ্ছাসেবী, দাতব্য সেবামূলক প্রতিষ্ঠান।

). সকল প্রকার সামাজিক অপরাধসমূহ প্রতিরোধ নির্মূলকরণ, ঝুঁকিপূর্ণদুর্বল জনগনের আইনগত সহযোগিতা প্রদান।

). নারী সমাজকে পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মূক্ত করে সমাজে মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিক ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্য্ক্রম পরিচালনা করা।

). যৌতুক, বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ নির্যাতনের বিরুদ্ধে জনগনের সচেতনতা বৃ্দ্ধি করা।

). কিশোর কিশোরীদের বিবাহের সুত্রে এবং পরে বাল্য বিবাহ, বহু বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, তালাক এই সভ্য সমাজের কুপ্রথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং অন্যকে আইনের সাহায্য প্রদান করার জন্য সক্রিয় সহযোগিতা প্রদানের উপযুক্ত করে গড়ে তোলা।

). স্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে হাসপাতাল, ক্লিনিক, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা। তাছাড়া উক্ত লক্ষে পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা, এইচ আইভি প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং ধুমপান ও মাদক বিরোধী কর্মসূচী গ্রহন করা।

ছ). মেধাবী, উদ্যেমী, তরুন-তরুনীদের মানবাধিকার প্রতিষ্ঠায় আকৃষ্ট করার লক্ষ্যকে সামনে রেখে প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচী গ্রহন তাও বাস্তবায়ন করা।

জ). পথিকৃত বিশিষ্ট মানবাধিকার কর্মী / ব্যাক্তিবর্গদের প্রতিষ্ঠানের সমাজ উন্নয়নমূলক কাজে অবদানের স্বীকৃতি-স্বরুপ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইট্স অব ফাউন্ডেশন এর পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা সম্মাননা স্বারক/ পুরষ্কার প্রদানের ব্যবস্থা করা।

ঝ). জাতীয় স্বার্থ সংরক্ষণে ও উন্নয়নমূলক কর্মকান্ডকে তরান্বিত করার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সরকারের সকল উন্নয়ন কর্মসূচীতে সমর্থন দান, সহযোগিতা প্রদান এবং অংশগ্রহন করতে পারবে।

ঞ). পরিবেশ রক্ষায় এই ফাউন্ডেশন বনায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, মশা নিধন, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করণে সেনিটেশন কর্মসূচী গ্রহণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে্য ফলজ , বনজ, নার্সারী কার্য্যক্রম গ্রহন করা ও তা বাস্তবায়ন করতে পারবে। তা ছাড়া  সেমিনার , আলোচনা সভা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির জন্য যে কোন জনহতিকর কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ট). সকল প্রকার সামাজিক অপরাধ সমূহ প্রতিরোধ ও নির্মূলকরণ, ঝুকিপূর্ণ- দুর্বল জনগণের আইনগত সহযোগিতা প্রদান, যে কোন মারাত্নক রোগব্যধি ও বর্তমান বিশ্বের মহামারি / মরণব্যাধি , এসটিডি, এইচ আইভি এবং এইডস প্রতিরোধে বাস্তবসম্মত কার্যক্রম গ্রহণ ও তা বাস্তবায়ন করা।  তা ছাড়া যে কোন জনহতিকর কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ঠ). হত দরিদ্র, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় শিক্ষা কর্মসূচীকে গতিশীল করার লক্ষ্যে স্কুল, কলেজ, কারিগরী বিদ্যালয় , বিশ্ববিদ্যালয় , মেডিক্যাল কলেজ, পরামর্শ কেন্দ্র, পত্রিকা প্রকাশ, স্যাটেলাইট টিভি স্থাপন, পেশা ভিত্তিক কারিগরী, প্রশিক্ষণের মাধ্যমে আয় থেকে দায় শোধ প্রকল্প গ্রহণ ও পরিচালনা করা। তাছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বই, পত্রিকা প্রকাশ করা, লিফলেট ছাপানো ও প্রচার করা, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন শিক্ষা বর্ষের শুরুতে বই বিতরণ করা ও বৃত্তিমূলক কার্য্ক্রম পরিচালনা করা।

ড). দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ যে কোন প্রকার দূর্যোগপূর্ণ অবস্থায় সৃষ্টি হলে এই ফাউন্ডশন তাৎক্ষনিকভাবে ত্রাণ ও পূর্ণবাসনের লক্ষে গণসাহায্য সংগ্রহের মাধ্যমে যে কোন পদক্ষেপ গ্রহন করতে পারবে। তাছাড়া উপজাতী ও অন্যান্য অনাগ্রসর সম্প্রদায়ের সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহন করা এবং তা বাস্তবায়ন করতে পারবে।

ঢ). আবাসন সমস্যা দূরীকরণের লক্ষে ঢাকাসহ দেশের যে কোন অঞ্চলে বিভিন্ন নামে আবাসন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করতে পারবে।

ণ). সর্বস্তরের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক ধর্মীয় কু-সংস্কার দুরীকরণার্থে বিভিন্ন বিষয়ের উপর সেমিনার ,কর্মশালা, সিম্পোজিয়াম, গোলটেবিল, বৈঠক সহ বহুমূখী কর্মসূচী গ্রহণ ও তা বাস্তবায়ন করা।

ত). জনহিতকর যে কোন কার্য্ক্রম পরিচালনা করা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় চেক-আপ ও ভ্যাকসিনেশন প্রদানের ব্যবস্থা করা। গর্ভবস্থায় এবং গর্ভ পরবর্তী মূহুর্তে একজন মহিলার করনীয় সম্পর্কে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহন করা।

৬। ফাউন্ডেশনের ক্ষমতাঃ

ক). ফাউন্ডেশন তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সদাশয় সরকারী প্রতিষ্ঠান, ট্রাস্ট সংগঠন, ব্যাক্তি বা সংস্থা হতে চাঁদা , দান –অনুদান, আর্থিক সাহায্য এবং যে কোন প্রকার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিঃশর্তে বা দাতা কর্তৃক আরোপিত গ্রহনযোগ্য শর্তে গ্রহন করতে পারবে। তবে প্রকাশ থাকে যে, বৈদেশিক সাহায্য গ্রহনের ক্ষেত্রে Foreign Donation Act 1978 মেনে চলিতে বাধ্য  থাকবে।

খ). ফাউন্ডেশনের অর্জিত অর্থ উহার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যয় করা হবে।উক্ত অর্জিত অর্থ সদস্যদের মধ্যে লাভ বা বোনাস বেতন- ভাতা, সম্মানী, পকেটমানি বা অন্য কোন আকারে বন্টন করা যাবে না।

গ). কোন কারণবশতঃ অত্র সংস্থার বিলুপ্তি ঘটলে কিংবা ঘটার সম্ভাবনা দেখা দিলে ইহার স্থাবর – অস্থাবর সম্পত্তি ও রেকর্ডপত্র যে কোন সমাজ কল্যাণমূলক সংস্থার নিকট দান করা যাবে। তবে এই মর্মে সংস্থার সাধারণ সভা আহবান করে 3/5 ( তিন পঞ্চমাংশ) সদস্যের সিদ্ধান্ত ক্রমে রেজিঃ কর্তৃপক্ষের সদয় অনুমোদনের জন্য পাঠাতে হবে।  রেজিঃ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে তাহা হস্তান্তর যোগ্য হবে।

ক্রমিক নাম পদবী
১। জি এম কেরামত আলী চেয়ারম্যান
২। বেগম সুফিয়া ভাইস চেয়ারম্যান
৩। আব্দুল্লাহ আল মামুন মহা-সচিব
৪। মোঃ নুরুল ইসলাম যুগ্ন-মহা-সচিব
৫। মোঃ আব্দুল মোতালেব খান কোষাধ্যক্ষ
৬। মোঃ ফারুক হোসেন অফিস সেক্রেটারী
৭। মোঃ নিজাম উদ্দিন নির্বাহী সদস্য

 

আমরা নিম্ন স্বাক্ষর কার ব্যক্তিবর্গ যাদের নাম, ঠিকানা ও পেশা নিম্নে প্রদত্ত হলো। আমরা সকলে একমত হয়ে অত্র সংঘ স্মারক মোতাবেক একটি ফাউন্ডেশন গঠনে সম্মত হয়ে  স্ব- স্ব নামের বিপরীতে স্বাক্ষর প্রদান করিলাম।

ক্রমিক নাম, ঠিকানা ,বয়স ও পেশা পদবী স্বাক্ষর
১. জি এম কেরামত আলী

পিতাঃ আবুল কাশেম

৫৯,পুরানা পল্টন, ঢাকা।

বয়সঃ ৫৭

জাতীয়তাঃ বাংলাদেশী

চেয়ারম্যান  
২. বেগম সুফিয়া

স্বামীঃ জি এম কেরামত আলী

বয়সঃ ৫০ বছর

৫৯,পুরানা পল্টন, ঢাকা।

জাতীয়তাঃ বাংলাদেশী

ভাইস-চেয়ারম্যান  
৩. আব্দুল্লাহ আল মামুন

পিতাঃ জি এম কেরামত আলী

বয়সঃ ৩১ বছর

জাতীয়তাঃ বাংলাদেশী

মহা-সচিব  
৪. মোঃ নুরুল ইসলাম

পিতাঃ মৃত সোনাই সরদার

গ্রামঃ ঘোষাল, পোষ্টঃ গদাইপুর,

থানাঃ পাইকগাছা, জেলাঃ খুলনা

যুগ্ন-মহা-সচিব  
৫. মোঃ আব্দুল মোতালেব খান

পিতাঃ মৃত ইয়াছিন আলী খান

বয়সঃ ৫৩ বছর

গ্রামঃ বাহিরদিয়া, পোঃ সুগন্ধিয়া

থানাঃ ঝালকাঠি, জেলা- ঝালকাঠি

জতিয়তাঃ বাংলাদেশী

কোষাধ্যক্ষ  
৬. মোঃ ফারুক হোসেন

পিতাঃ মৃত আব্দুল হাকীম সিকদার

বয়সঃ ৩০ বছর

গ্রামঃ মোকারামপুর, পোঃ নবগ্রাম

থানাঃ ঝালকাঠি, জেলা- ঝালকাঠি

জতিয়তাঃ বাংলাদেশী

অফিস সেক্রেটারী  
৭. মোঃ নিজাম উদ্দিন

পিতাঃ মৃত মোঃ হাতেম আলী গাজী

বয়সঃ ৪০ বছর

গ্রাম+থানাঃ পাইকগাছা, খুলনা জেল

জতিয়তাঃ বাংলাদেশী

নির্বাহী সদস্য  

সাধারণ পরিষদ

এই

মানবাধিকারের সার্বজনীন ঘোষনাপত্র

জারী করছে

এ ঘোষণা সকল জাতি এবং রাষ্ট্রের সাফল্যের সাধারণ মানদণ্ড হিসেবে সেই লক্ষ্যে নিবেদিত হবে, যেখানে প্রতিটি ব্যক্তি এবং সমাজের প্রতিটি অঙ্গ এ ঘোষণাকে সবসময় মনে রেখে পাঠদান ও শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা ও অধিকার সমূহের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সচেষ্ট হবে এবং সকল সদস্য রাষ্ট্র ও তাদের অধীনস্থ ভূখণ্ডের জাতিসমূহ উত্তরোত্তর জাতীয় ও আন্তর্জাতিক প্রয়াসের মাধ্যমে এই অধিকার এবং স্বাধীনতাসমূহের সার্বজনীন ও কার্যকর স্বীকৃতি আদায় এবং যথাযথ পালন নিশ্চিত করবে।১৯৪৮ সালে ১০ ডিসেম্ভর জাতি সংঘ স্বীকৃত ৩০ টি ধারা নিম্নে দেওয়া হলঃ-

ধারা

সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিৎ।

ধারা

এ ঘোষণায় উল্লেখিত স্বাধীনতা এবং অধিকারসমূহে গোত্র, ধর্ম, বর্ণ, শিক্ষা, ভাষা, রাজনৈতিক বা অন্যবিধ মতামত, জাতীয় বা সামাজিক উত্‍পত্তি, জন্ম, সম্পত্তি বা অন্য কোন মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেরই সমান অধিকার থাকবে।

কোন দেশ বা ভূখণ্ডের রাজনৈতিক, সীমানাগত বা আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে তার কোন অধিবাসীর প্রতি কোনরূপ বৈষম্য করা হবেনা; সে দেশ বা ভূখণ্ড স্বাধীনই হোক, হোক অছিভূক্ত, অস্বায়ত্বশাসিত কিংবা সার্বভৌমত্বের অন্য কোন সীমাবদ্ধতায় বিরাজমান।

ধারা

জীবন, স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার আছে।

ধারা

কাউকে অধীনতা বা দাসত্বে আবদ্ধ করা যাবে না। সকল প্রকার ক্রীতদাস প্রথা এবং দাসব্যবসা নিষিদ্ধ করা হবে।

ধারা

কাউকে নির্যাতন করা যাবে না; কিংবা কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না অথবা কাউকে এহেন শাস্তি দেওয়া যাবে না।

ধারা

আইনের সামনে প্রত্যেকেরই ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভের অধিকার আছে।

ধারা

আইনের চোখে সবাই সমান এবং ব্যক্তিনির্বিশেষে সকলেই আইনের আশ্রয় সমানভাবে ভোগ করবে। এই ঘোষণা লঙ্ঘন করে এমন কোন বৈষম্য বা বৈষম্য সৃষ্টির প্ররোচনার মুখে সমান ভাবে আশ্রয় লাভের অধিকার প্রত্যেকেরই আছে।

ধারা

শাসনতন্ত্রে বা আইনে প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত জাতীয় বিচার আদালতের কাছ থেকে কার্যকর প্রতিকার লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

ধারা

কাউকেই খেয়ালখুশীমত গ্রেপ্তার বা অন্তরীণ করা কিংবা নির্বাসন দেওয়া যাবে না।

 

ধারা ১০

নিজের অধিকার ও দায়িত্ব নির্ধারণ এবং নিজের বিরুদ্ধে আনীত ফৌজদারী অভিযোগ নিরূপণের জন্য প্রত্যেকেরই পূর্ণ সমতার ভিত্তিতে একটি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার-আদালতে প্রকাশ্য শুনানি লাভের অধিকার রয়েছে।

ধারা ১১

১. দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের নিশ্চিত অধিকারসম্বলিত একটি প্রকাশ্য আদালতে আইনানুসারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ গণ্য হওয়ার অধিকার থাকবে।

২. কাউকেই এমন কোন কাজ বা ত্রুটির জন্য দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না, যে কাজ বা ত্রুটি সংঘটনের সময় জাতীয় বা আন্তর্জাতিক আইনে দণ্ডনীয় অপরাধ ছিলনা। দণ্ডযোগ্য অপরাধ সংঘটনের সময় যে শাস্তি প্রযোজ্য ছিল, তার চেয়ে গুরুতর শাস্তিও দেওয়া চলবে না।

ধারা ১২

কারো ব্যক্তিগত গোপনীয়তা কিংবা তাঁর গৃহ, পরিবার ও চিঠিপত্রের ব্যাপারে খেয়ালখুশীমত হস্তক্ষেপ কিংবা তাঁর সুনাম ও সম্মানের উপর আঘাত করা চলবে না। এ ধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

ধারা ১৩

১. নিজ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে স্বাধীনভাবে চলাফেরা এবং বসবাস করার অধিকার প্রত্যেকেরই রয়েছে।

২. প্রত্যেকেরই নিজ দেশ সহ যে কোন দেশ পরিত্যাগ এবং স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার রয়েছে।

ধারা ১৪

১. নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্নদেশে আশ্রয় প্রার্থনা করবার এবং সে দেশের আশ্রয়ে থাকবার অধিকার প্রত্যেকেরই রয়েছে।

২. অরাজনৈতিক অপরাধ এবং জাতিসংঘের উদ্দেশ্য এবং মূলনীতির পরিপন্থী কাজ থেকে সত্যিকারভাবে উদ্ভূত অভিযোগের ক্ষেত্রে এ অধিকার প্রার্থনা নাও করা যেতে পারে।

ধারা ১৫

১. প্রত্যেকেরই একটি জাতীয়তার অধিকার রয়েছে।

২. কাউকেই যথেচ্ছভাবে তাঁর জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না, কিংবা কারো জাতীয়তা পরিবর্তনের অধিকার অগ্রাহ্য করা যাবে না।

ধারা ১৬

১. ধর্ম, গোত্র ও জাতি নির্বিশেষে সকল পূর্ণ বয়স্ক নরনারীর বিয়ে করা এবং পরিবার প্রতিষ্ঠার অধিকার রয়েছে। বিয়ে, দাম্পত্যজীবন এবং বিবাহবিচ্ছেদে তাঁদের সমান অধিকার থাকবে।

২. বিয়েতে ইচ্ছুক নরনারীর স্বাধীন এবং পূর্ণ সম্মতিতেই কেবল বিয়ে সম্পন্ন হবে।

৩. পরিবার হচ্ছে সমাজের স্বাভাবিক এবং মৌলিক গোষ্ঠী-একক, সুতরাং সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার পরিবারের রয়েছে।

ধারা ১৭

১. প্রত্যেকেরই একা অথবা অন্যের সঙ্গে মিলিতভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার আছে।

২. কাউকেই যথেচ্ছভাবে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না।

ধারা ১৮

প্রত্যেকেরই ধর্ম, বিবেক ও চিন্তার স্বাধীনতায় অধিকার রয়েছে। এ অধিকারের সঙ্গে ধর্ম বা বিশ্বাস পরিবর্তনের অধিকার এবং এই সঙ্গে, প্রকাশ্যে বা একান্তে, একা বা অন্যের সঙ্গে মিলিতভাবে, শিক্ষাদান, অনুশীলন, উপাসনা বা আচারব্রত পালনের মাধ্যমে ধর্ম বা বিশ্বাস ব্যক্ত করার অধিকারও অন্তর্ভুক্ত থাকবে।

ধারা ১৯

প্রত্যেকেরই মতামত পোষণ এবং মতামত প্রকাশের স্বাধীনতায় অধিকার রয়েছে। অবাধে মতামত পোষণ এবং রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যে কোন মাধ্যমের মারফত ভাব এবং তথ্য জ্ঞাপন, গ্রহণ ও সন্ধানের স্বাধীনতাও এ অধিকারের অন্তর্ভুক্ত।

ধারা ২০

১. প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ ও সমিতি গঠনের স্বাধীনতায় অধিকার রয়েছে।

২. কাউকে কোন সংঘভূক্ত হতে বাধ্য করা যাবে না।

ধারা ২১

১. প্রত্যক্ষভাবে বা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের শাসন পরিচালনায় অংশগ্রহণের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

২. নিজ দেশের সরকারী চাকুরীতে সমান সুযোগ লাভের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

৩. জনগণের ইচ্ছাই হবে সরকারের শাসন ক্ষমতার ভিত্তি; এই ইচ্ছা নিয়মিত সময়ের ব্যবধানে অনুষ্ঠিত প্রকৃত নির্বাচনের মাধ্যমে ব্যক্ত হবে; গোপন ব্যালট কিংবা সমপর্যায়ের কোন অবাধ ভোটদান পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধারা ২২

সমাজের সদস্য হিসেবে প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তার অধিকার আছে। জাতীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রের সংগঠন ও সম্পদের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকেরই আপন মর্যাদা এবং ব্যক্তিত্বের অবাধ বিকাশের জন্য অপরিহার্য সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারসমূহ আদায়ের অধিকার রয়েছে।

ধারা ২৩

১. প্রত্যেকেরই কাজ করার, স্বাধীনভাবে চাকুরী বেছে নেবার, কাজের ন্যায্য এবং অনুকূল পরিবেশ লাভ করার এবং বেকারত্ব থেকে রক্ষিত হবার অধিকার রয়েছে।

২. কোনরূপ বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান বেতন পাবার অধিকার প্রত্যেকেরই আছে।

৩. কাজ করেন এমন প্রত্যেকেরই নিজের এবং পরিবারের মানবিক মর্যাদার সমতুল্য অস্তিত্বের নিশ্চয়তা দিতে পারে এমন ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকার রয়েছে; প্রয়োজনবোধে একে অন্যান্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থাদি দ্বারা পরিবর্ধিত করা যেতে পারে।

৪. নিজ স্বার্থ সংরক্ষণের জন্য প্রত্যেকেরই ট্রেড ইউনিয়ন গঠন এবং তাতে যোগদানের অধিকার রয়েছে।

ধারা ২৪

প্রত্যেকেরই বিশ্রাম ও অবসরের অধিকার রয়েছে; নিয়মিত সময়ের ব্যবধানে বেতনসহ ছুটি এবং পেশাগত কাজের যুক্তিসঙ্গত সীমাও এ অধিকারের অন্তর্ভূক্ত।

ধারা ২৫

১. খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্‍সা ও প্রয়োজনীয় সমাজ কল্যাণমূলক কার্যাদির সুযোগ এবং এ সঙ্গে পীড়া, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা জীবনযাপনে অনিবার্যকারণে সংঘটিত অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তা এবং বেকার হলে নিরাপত্তার অধিকার সহ নিজের এবং নিজ পরিবারের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য পর্যাপ্ত জীবনমানের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

২. মাতৃত্ব এবং শৈশবাবস্থায় প্রতিটি নারী এবং শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে। বিবাহবন্ধন-বহির্ভূত কিংবা বিবাহবন্ধনজাত সকল শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে।

ধারা ২৬

১. প্রত্যেকেরই শিক্ষালাভের অধিকার রয়েছে। অন্ততঃপক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে লভ্য থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে।

২. ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতা-সমূহের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা পরিচালিত হবে। শিক্ষা সকল জাতি, গোত্র এবং ধর্মের মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস পাবে এবং শান্তিরক্ষার স্বার্থে জাতিসংঘের কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবে।

৩. কোন ধরনের শিক্ষা সন্তানকে দেওয়া হবে, তা বেছে নেবার পূর্বাধিকার পিতামাতার থাকবে।

ধারা ২৭

১. প্রত্যেকেরই সমষ্টিগত সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করা, শিল্পকলা উপভোগ করা এবং বৈজ্ঞানিক অগ্রগতি ও তার সুফল সমূহে অংশীদার হওয়ার অধিকার রয়েছে।

২. বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলা ভিত্তিক কোন কর্মের রচয়িতা হিসেবে নৈতিক ও বৈষয়িক স্বার্থ সংরক্ষণের অধিকার প্রত্যেকেরই থাকবে।

ধারা ২৮

এ ঘোষণাপত্রে উল্লেখিত অধিকার ও স্বাধীনতাসমূহের বাস্তবায়ন সম্ভব এমন একটি সামাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থায় অংশীদারীত্বের অধিকার প্রত্যেকেরই আছে।

ধারা ২৯

১. প্রত্যেকেরই সে সমাজের প্রতি পালনীয় কর্তব্য রয়েছে, যে সমাজেই কেবল তাঁর আপন ব্যক্তিত্বের স্বাধীন এবং পূর্ণ বিকাশ সম্ভব।

২. আপন স্বাধীনতা এবং অধিকারসমূহ ভোগ করার সময় প্রত্যেকেই কেবলমাত্র ঐ ধরনের সীমাবদ্ধতা দ্বারা নিয়ন্ত্রিত হবেন যা অন্যদের অধিকার ও স্বাধীনতাসমূহ নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় নৈতিকতা, গণশৃংখলা ও সাধারণ কল্যাণের ন্যায়ানুগ প্রয়োজন মেটাবার জন্য আইন দ্বারা নির্ণীত হবে।

৩. জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতির পরিপন্থী কোন উপায়ে এ অধিকার ও স্বাধীনতাসমূহ ভোগ করা যাবে না।

ধারা ৩০

কোন রাষ্ট্র, গোষ্ঠী বা ব্যক্তি এ ঘোষণাপত্রের কোন কিছুকেই এমনভাবে ব্যাখ্যা করতে পারবেন না, যার বলে তারা এই ঘোষণাপত্রে উল্লেখিত অধিকার ও স্বাধীনতাসমূহ নস্যাত্‍ করতে পারে এমন কোন কাজে লিপ্ত হতে পারেন কিংবা সে ধরনের কোন কাজ সম্পাদন করতে পারেন।

 

(১৮৬০ সালের ২১ নং আইন)

২১ নং ধারা মোতাবেক নিবন্ধনকৃত

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন

Unity for Universe Human Right of Bangladesh Foundation

এর

গঠনতন্ত্র

১। গঠনতন্ত্রঃ গঠনতন্ত্র বলতে  ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর গঠনতন্ত্র বুঝাবে।

২। লক্ষ্য ও ‍উদ্দেশ্যঃ এই ফাউন্ডেশন এর লক্ষ্য  ও উদ্দেশ্য সংঘ স্মারকে বর্ণিত আছে।

৩। ফাউন্ডেশন বলতেঃ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনকে বুঝাবে।

৪। পরিচালনা পরিষদঃ পরিচালনা পরিষদ বলতে কার্যনির্ভাস